parbattanews

সন্তু লারমাকে বান্দরবানে কালো পতাকা প্রদর্শন

bandarban-pic-2-10-2016-1

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা তিন দিনের সফরে বান্দরবানে এসেছেন। তার সফরকে কেন্দ্র করে বান্দরবানে পার্বত্য গণ পরিষদ, বাঙালী ছাত্র পরিষদসহ বাঙালী সংগঠনগুলোর শহরের প্রধান প্রধান সড়কে কালো পতাকা উত্তোলন করেছে।

সূত্র জানায়, রোববার বিকেল রাঙ্গামাটি থেকে সড়ক পথে বান্দরবান এসে সার্কিট হাউসে অবস্থান করেন সন্তু লারমা। তার সফরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কয়েকটি এলাকায় সেনা চেকপোষ্ট দেখা গেছে।

জানা গেছে, তিনদিন বান্দরবান সফরকালে সোমবার সকালে বোমাং চীফ রাজা প্রকৌশলী উ চ প্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন সন্তু লারমা। এছাড়াও স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার কথা রয়েছে তার।

এদিকে গত ১৩ জুন সদর উপজেলার জামছড়ি থেকে জেলা আওয়ামী লীগ সদস্য মং পু মার্মাকে অপহরণের পর থেকে গ্রেফতার এড়াতে জেএসএস নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। তাই সন্তু লারমার বান্দরবান আগমনকে কেন্দ্র করে জেএসএস এর নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

Exit mobile version