সন্ধান মেলেনি চেঙ্গী নদীতে হারিয়ে যাওয়া মাইশিং ত্রিপুরার

fec-image

চেঙ্গী নদীর স্রোতের সঙ্গে কোথায় যেন মিলিয়ে গেছে কিশোর মাইশিং ত্রিপুরা। নদীর কিনারে আজও ভেজা চোখে দাঁড়িয়ে আছে তার মা, পরিবার আর পাড়া-প্রতিবেশীরা।

১৮ বছর বয়সী এই কিশোর মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গেছে একদিন।
কিন্তু এখনো ফেরেনি সে, নেই কোনো খোঁজ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়া এলাকায় ছোট ঝিরি থেকে মাছ ধরে ফিরছিল মাইশিং ও তার তিন বন্ধু। নদীর পানি সেদিন ছিল কিছুটা বেশি, প্রবল স্রোত বয়ে যাচ্ছিল চেঙ্গী নদীতে।

তার বন্ধুরা জানান, “আমরা সবাই সাঁতরে পার হচ্ছিলাম। মাইশিং একটু পেছনে ছিল। হঠাৎ দেখি সে ডুবে যাচ্ছে। ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি।”

উদ্ধারে ব্যর্থ স্থানীয়রা, ডুবুরি দল এখনও চেষ্টা চালাচ্ছে।

প্রথমে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নেমেছিল, কিন্তু ব্যর্থ হয় প্রবল স্রোতের কারণে। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা থেকে অভিযান শুরু করে।
স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ জানান, “আমরা যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করতে পারি, ততক্ষণ এই অভিযান চলবে।”

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন