সপরিবারে করোনামুক্ত হয়েছেন কোয়েল মল্লিক

fec-image

সপরিবারে করোনামুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন ওই অভিনেত্রী।

টুইটে কোয়েল মল্লিক লিখেছেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড পরীক্ষায় সব প্রতিবেদনে নেগেটিভ এসেছে। ’

এর আগে চলতি বছরের ১০ জুলাই কোয়েল মল্লিক এক টুইট বার্তায় জানিয়েছিলেন, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক কোভিডের আক্রান্ত হয়েছেন।

তারপর থেকে চিকিৎসকের পরামর্শে তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করালে রঞ্জিন মল্লিকের নেগেটিভ আসে। কিন্তু বাকি সবার পজিটিভ আসে।

কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।

দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, কোয়েল মল্লিক, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন