সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান হলেন এরদোয়ান

fec-image

সপ্তমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভালপমেন্ট (একে) পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত দলটির জাতীয় কংগ্রেসে কাউন্সিলররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন।

বার্তা সংস্থা আনাদোলু’র তথ্য মতে, ১ হাজার ৪৩১ ব্যালটের মধ্যে এরদোয়ান পেয়েছেন ১ হাজার ৪২৮টি, বাকি ৩টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ এই নেতা এর মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভালপমেন্ট (একে) পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি ও দলের জন্য উপকার বয়ে আনে। আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন