সপ্তম ধাপে রাঙামাটির ১৭ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে


সপ্তম ধাপে রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি এবং জুরাছড়ি তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনটি উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ১৫প্লাটুন বিজিবি, এক হাজার পুলিশ এবং তিন হাজার আনসার মোতায়েন রয়েছে। পাশাপাশি ৬প্লাটুন র্যাব এবং ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
তিন উপজেলার ১৭ ইউনিয়নের ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ২৮ হাজার ৩৬৭ জন ভোটার রয়েছেন। ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
Facebook Comment