সবার নাম ফাঁস করার হুমকি তানজিন তিশার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা আলোচনা চাউর হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে তার আত্মহত্যার চেষ্টা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হয়। অসুস্থতা ও আত্মহত্যার চেষ্টা নিয়ে পরে মুখ খুলেন এই অভিনেত্রী।
সেসব গুঞ্জনকে ভুল খবর আখ্যা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সন্ধ্যার স্ট্যাটাসে তিনি বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। তারপর হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।
এ অভিনেত্রী বলেন, আত্মহত্যা করার মতো মেয়ে নন তিনি। এ ছাড়া আরও কিছু বিষয় তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন। ডিরেক্টর, অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে কিছু রহস্য রেখে বলেন, যারা আমার ক্ষতি করেছেন অথবা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করবো। তিশা আরও বলেন, বাবা মারা গেছে দুই বছর হয়নি। তারপর থেকে আমি শক্তভাবে জীবনযাপন করছি। বাবা আমাকে শক্তিশালী মেয়ে বানিয়ে পৃথিবী থেকে চলে গেছেন।
অভিনেত্রী বলেন, আমার ফেসবুক বুধবার হ্যাক হয়েছিল। আমি শারীরিক ও মানসিকভাবেও অসুস্থ ছিলাম। এর জন্য মনে হয়েছে আমার ঘুম প্রয়োজন। ঘুমানোর জন্য বেশি পরিমাণে ঘুমের ওষুধ সেবন করেন তিনি। তিশা বলেন, যে ঘুমের ওষুধ খেয়েছি তার পাওয়ার বেশি ছিল। যেটা আমার প্রেসক্রিপশনে ছিল না। তারপর আমার খারাপ লাগে এবং আমি বমি করি। তার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই। এদিকে নিউজ হয় আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছি। যেটা সত্যি নয়।
এদিকে গুঞ্জন উঠে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই প্রেম চলছিল তিশার। প্রেমের জেরে মান-অভিমানের একপর্যায়েই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এ অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে অনেকটা হুমকির সুরে তিশা জানান, ফারহানের সঙ্গে আমার প্রেম এক রকম গুঞ্জন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। সেটা প্রেম হোক আর না হোক। যখন আমার মনে হবে বিষয়টি মানুষের সামনে তুলে ধরা উচিত, কার সঙ্গে প্রেম করছি, কাকে বিয়ে করছি, সেদিনই বলবো।