সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফে সমুদ্রে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। আটক রোহিঙ্গা পাচারকারীরা হলেন, মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২)।তারা সকলেই টেকনাফ হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার (১০এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১এর সমন্বয়ে ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে ঐ এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারকে কোস্টগার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপী ট্রলারটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফে সমুদ্রে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব।

আটক রোহিঙ্গা পাচারকারীরা হলেন, মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২)।তারা সকলেই টেকনাফ হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (১০এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১এর সমন্বয়ে ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে ঐ এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারকে কোস্টগার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপী ট্রলারটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন