সমুদ্র উত্তাল : কক্সবাজারে ৩ নম্বর সর্তক সংকেত


বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত।
মঙ্গলবার (১৭ জুন) এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।
তিনি জানান, মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈলী হচ্ছে এবং বায়ুচাপের তারতথ্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপক‚লীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ৫৮ দিন মাছ ধরা বন্ধ শেষে সাগরে মাছ ধরা স্বাভাবিক হলেও বৈরী আবহাওয়ার ফলে বিপাকে পড়েছে সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা।