সম্প্রীতির বান্দরবানে সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন: চলছে গণনা

fec-image

কোন ধরনের সহিংসতা বা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সম্প্রীতি খ্যাত বান্দরবান পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো উল্লেখযোগ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পৌর এলাকার কোনো ভোট কেন্দ্র বন্ধ, স্থগিত বা প্রার্থীদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া কিংবা বিচ্ছিন্ন কোন ঘটনাই ঘটেনি। এক কথায় বান্দরবান পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।

তবে অনেক ভোট কেন্দ্রে সুক্ষ্ম কারচুপি হচ্ছিল বলে সকালে দাবি করেছিলেন বিএনপি প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা। অপরদিকে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী ভালোবাসার বিশেষ দিনে জনগণের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা ব্যক্ত করেছিলেন।

এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করণের লক্ষ্যে পৌর এলাকায় পর্যাপ্ত বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন বিচারিকসহ মোট ১১জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বান্দরবান পৌর নির্বাচনে ১৩টি কেন্দ্রের ৮১টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। এসব কেন্দ্রে ৮১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬২ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন। এর ভোটার সংখ্যা ২৯৭২৯জন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে, সম্প্রীতির, সহিংসতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন