সম্প্রীতির হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে : রাঙামাটি জেলা প্রশাসক
পাহাড়ে সম্প্রীতির হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে সম্প্রীতি সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সকলকে নিয়ে কাজ করতে চাই। শিশুদেরও সম্প্রীতির শিক্ষা দিতে হবে। এজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতির শিক্ষা দিতে হবে। এছাড়া মন্দির, মসজিদ, বিহার, গীর্জায় সম্প্রীতির কথা বলতে হবে। এসময় তিনি সম্প্রীতির শোভাযাত্রা করা হবে বলে জানান।
পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন বলেন, পাহাড়ে ১৪টি সম্প্রদায় বসবাস করে। দেশের কোথাও এমন চিত্র নেই। যারা এখানে কিংবা দেশের বাইরে অবস্থান করে শান্তি এবং সম্প্রীতি বিনষ্ট করতে চাই তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাদের প্রতিহিত করতে হবে। শান্তি- শৃঙ্খলা রক্ষায় সকল বিভেদ ভুলে একটি প্লাটফর্মে কাজ করার আহ্বান জানান এসপি।
এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়তের আমীর আব্দুল আলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।