সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে: গুইমারা রিজিয়ন কমাণ্ডার
“ধর্ম যার যার উৎসব সবার” প্রধানমন্ত্রী ঘোষিত এ বাণীতে বাংলাদেশ আজ উজ্জীবিত মন্তব্য করে খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেছেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। এ দেশে সকলে শান্তি-সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিতে হবে।
দুপুরে খাগড়াছড়ির গুইমারাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ পার্বত্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রিজিয়ন কমান্ডার।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার।