‘সকলের সম্মিলিত উদ্যোগে দুর্যোগ প্রশমন সম্ভব’
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে রাজস্থলী উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, ডাঃ রুইহ্লাঅং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ওসি তদন্ত সৈয়দ ওমর, রাজস্থলী থানা, বিভিশন চাকমা, সাংবাদিক চাউচিং মারমা ও রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান, কাইয়ুম হোসেন নিয়াজী রাজস্থলী রেঞ্জ প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারি এনজিও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দূর্যোগ প্রশমনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের জীবন মান রক্ষায় সরকারি নানা উদ্যোগ সফলতা আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সাইক্লোন সেন্টার নির্মাণের পাশাপাশি দরিদ্র অসহায় ও দুস্থদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ ও ক্ষুদ্র নৃগোষ্টির পরিবারে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় এ রাজস্থলী উপজেলায় ২৪টি ঘর ও বিশেষ ডিজাইনের ৭টি পরিবারকে ইতিমধ্যে সুবিধা দেওয়া হয়েছে।
এছাড়া আরো ৪শতাধিক ঘর নির্মাণে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারা বলেন, সকলের সম্মিলিত উদ্যোগে দুর্যোগ প্রশমন সম্ভব। পরে সভাপতি শেখ ছাদেখ দুর্যোগ প্রশমনের সরকারের নানা পদক্ষেপ এর পাশাপাশি জনপ্রতিনিধি, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস কর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন।