parbattanews

সরকারি নির্দেশনা না মানায় বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান

বান্দরবানে সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমান অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৮এপ্রিল) সকালে বান্দরবান শহরের পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান। এসময় তাঁকে সহায়তা করেন আইন শৃংখলায় নিয়োজিত পুলিশ ও সেনা বাহিনী সদস্যরা।

জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকার জন্য সরকারিভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। অতীব প্রয়োজনে কেউ বের হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়।

কিন্তু বুধবার বান্দরবান শহরে সামাজিক দূরত্ব না মানায় বাসন্তী ফার্মেসীকে ২হাজার, এম আর ফার্মেসী ১হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।

এছাড়াও বাইরের এলাকা থেকে পিকআপ নিয়ে বান্দরবানে প্রবেশ করায় শফিউল আলম নামে এক চালককে ১হাজার এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে একজনকে ৩ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বাজারে আগত লোকজনকে সরকারি নির্দেশনা মেনে নিজ এলাকা ও দেশের মানুষের নিরাপত্তার জন্য ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রচারণা চালান।

Exit mobile version