সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু

fec-image

সরকারি-বেসরকারি স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এ ভর্তি আবেদন করা যাবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এই আবেদন প্রক্রিয়াটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এবারের ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। অনলাইনে আবেদন করার পর রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক সিমের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

ডিজিটাল লটারি শেষে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এই ভর্তি কার্যক্রম। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলবে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

আবেদন করার পর কর্তৃপক্ষ কোনো শ্রেণি শাখার জন্য শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ‘’ক্যাচমেন্ট’’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন।

উল্লেখ্য, প্রতি বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। পূর্বের বছরগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন