parbattanews

‘সরকারি সুবিধা নিয়ে সন্তু লারমার বীর বাহাদুরের বিরুদ্ধে আক্রোশের বক্তব্য বেমানান’

বান্দরবান জেলা পরিষদে সংবাদ সম্মেলনে একেএম জাহাঙ্গীর

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি সন্তু লারমার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বান্দরবানে সাংবাদিক সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। তিনি এ সময় ঢাকার ধানমণ্ডিতে সন্তু লারমার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, সন্তু লারমা তার বক্তব্যে শান্তিচুক্তির বিষয়ে যে কয়েকটি কথা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, সন্তু লারমা প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে ২২ বছর পার করছেন। সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন। এরপরও বীর বাহাদুরের বিরুদ্ধে এমন আক্রোশের এমন বক্তব্য বেমানান।

উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সন্তু লারমা এক অনুষ্ঠানে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বীর বাহাদুররের প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। সেই বক্তব্যে বীর বাহাদুর চুক্তি থেকে নানা সুবিধা আদায় করছেন, আর চুক্তি বাস্তবায়িত হলে সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না বলে দাবি করেন এক সময়ের পাহাড়ের এই গেরিলা নেতা।

Exit mobile version