parbattanews

‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘বিএনপি-জামাতরা নানা ষড়যন্ত্র শুরু করে। দেশের নানা জায়গায় নৈরাজ্য সৃষ্টির জন্য ওঁৎ পেতে থাকে। এবারও জাতীয় সংসদ নির্বাচনের বেশ আগে থেকেই উদ্দেশ্যমূলক অপতৎপরতা শুরু করেছে। তাই সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এখন থেকেই সজাগ থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে মোকাবিলার। এজন্য আগামী নির্বাচনেও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও স্বজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়িস্থ সরকারি বাসভবনে ‘মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড’-খাগড়াছড়ি জেলা শাখার নতুন নেতৃত্বের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় নতুন কমিটির সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব, সহসভাপতি অংপ্রু মারমা ও কামরুল হাসান, সা. সম্পাদক আরিফুল ইসলাম
আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version