সরকার কৃষকের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে: ওয়াদুদ ভূইয়া

বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া কৃষকদের সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, সরকার বিদেশী প্রভুদের খুশি করতে সুকৌশলে কৃষকের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। সার, বীজ, ডিজেলসহ কৃষি সরঞ্জামের মূল্য বৃদ্ধি করেছে যাতে কৃষক চাষ করতে না পারে। কৃষক এখন তার উৎপাদিত পণ্যের ন্যার্য মূল্য পাচ্ছে না।
ওয়াদুদ ভূইয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। দেশে ভুখা মিছিল চলছে।
তিনি শুক্রবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সভায় এ কথা বলেন।
সভায় প্রধান বক্তা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। বিদেশে রাষ্ট্রের র্যাব-পুলিশের শীর্ষ পর্যালের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সামনে সরকারের উপরও নিষেধাজ্ঞা আসছে।
খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বডিউল আলম বদরুল ও সৈয়দ সাউফুদ্দি।
স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা।
সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।