parbattanews

সরকার জানে একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়: এমপি চিনু

নিজস্ব প্রতিনিধি:

এমপি চিনু বলেন, পাহাড়ের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকার জানে একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই সরকার পাহাড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। আর এ উপজেলায় ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ সরকারের গুরুত্বপূর্ণ প্রদক্ষেপের একটি।

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদের নব নির্মিত কমপ্লেক্স উদ্বোধন কালে জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এসব কথা বলেন।

সোমবার (২৭নভেম্বর) সকাল ১১টার দিকে এ কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়।

২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিলাল চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার মোহাম্মদ বাহালুল, জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ।

এলজিইডি অর্থায়নে ৯০ লাখ ছয় হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের এ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে।

Exit mobile version