parbattanews

‘সরকার পার্বত্যাঞ্চলে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পনা গ্রহণ করেছে’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

সরকার পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।

তিনি বলেন, সরকারের নানাধিক উন্নয়নের কারণে অন্যান্য জেলার মত পার্বত্যাঞ্চলও এগিয়ে গেছে। স্বল্প সুদে ঋণ পাওয়ায় আগ্রহ বেড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। পার্বত্যাঞ্চলে জনগোষ্ঠীরা পণ্য তৈরি করেন ঘরে বসে। তাদের সে পণ্যের বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্যে এসএমই ফাউন্ডেসন এ পণ্য মেলার আয়োজন করেছে। এ মেলার মাধ্যমে এ অঞ্চলের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জিমনেসিয়ামের সম্মেলন কক্ষে এসএমই পাইন্ডেসনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত, রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. বেলায়ত হোসেন ভূইয়া, স্থানীয় আশিকা মানবিক কেন্দ্রের পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি সোনালী ব্যাংকের এজিএম শান্তি বরণ চাকমা, এসএমই ফাইন্ডেসনের সহকারী পরিচালক মো. মাঈনুল উপস্থিত ছিলেন।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল আরও বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা জানার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। যাতে এ অঞ্চলের শিল্প ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা আমাদের জানাতে পারে। সরকারের সফলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে এলাকার। এ উন্নয়নের সম্ভাবনাকে ধরে রাখতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সেমিনারে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদোক্তরা অংশগ্রহণ করেন।

Exit mobile version