parbattanews

সরকার বিএনপিকে ত্রাণ সামগ্রী বিতরণেও বাঁধা দিচ্ছে: নজরুল ইসলাম খাঁন

উখিয়া প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সহয়তা কালে আওয়ামী লীগ সরকার বিএনপিকে ত্রাণ সামগ্রী বিতরণেও বাঁধা প্রদান করেছে। নতজানু পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে।

শনিবার(৬অক্টোবর) সকালে উখিয়ার বালুখালীতে বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশন অব ড্যাব পরিচালিত মেডিকেল সেন্টারে রোহিঙ্গাদের মাঝে ওষুধ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের মানবিক সহায়তা সহ চিকিৎসা সেবা দিয়ে আসছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা এ সময় উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি , উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, জেলা ছাত্র দলের সভাপতি সাহদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিম।

পরে রোহিঙ্গাদের মানবিক চিকিৎসা সেবায় ড্যাব কর্তৃক পরিচালিত মেডিকেল সেন্টারটি গণ স্বাস্থ্য কেন্দ্রকে হস্তান্তর করা হয়।

Exit mobile version