parbattanews

সরকার সাধারণ শিক্ষার মতোই মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সরকার সাধারণ শিক্ষার মতোই মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। মাদ্রাসার শিক্ষার্থীদেরও অন্যদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাও বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হওয়ার নজির আছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, গুইমারা ইসলামিয়া দাকির মাদ্রাসার সুপারিটেনডেন্ট মো. জয়নুল আবেদীন ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মো. আমির হোসেন রাকিব, মো. হাজী আলী আকবর, মো. জাহিদুল ইসলাম, মো. ছায়েদুল হক মজুমদার, মো. আবদুল কাদেরসহ শিক্ষার্থী অভিভাবকসহ মাদ্রাসায় কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা জানতে চেয়ে বিভীষণ কান্তি দাশ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেয়ার মানসিকতা নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের বলেন, আজ বিদায় অনুষ্ঠান করলেও ফলাফল ঘোষণার পর আমরা তোমাদেরকে সংবর্ধিত করতে চাই। এজন্য ভালো ফলাফল করার বিকল্প নেই।

পরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ।

এর আগে সকাল ১০টার দিকে ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহকারী মৌলভী মো. নজির আহাম্মদ শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

Exit mobile version