parbattanews

কুতুবদিয়ায় সহযোগিসহ ভুয়া ডাক্তার আটক

কুতুবদিয়ায় সহযোগিসহ মোবাইল কোর্টের অভিযানে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

এ সময় আটক ভুয়া ডাক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগিকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।

থানার এসআই জয়নাল আবেদীন জানান, চকরিয়া খুটাখালী গ্রামের বকশু মিয়ার পুত্র বদরুদ্দৌজা চৌধুরী নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে কুতুবদিয়া বড়ঘোপ বাজারে আল করিম ফার্মেসীতে সাপ্তাহিক চেম্বার করে আসছেন।

এ কাজে তাকে সহায়তা করে একই এলাকার পুর্ব মাইজপাড়া গ্রামের পুর্ব ভেওলার নুরুল ইসলামের পুত্র রেফকো ফার্মাসিউটিক্যাল কোম্পানীর এরিয়া ম্যানেজার জামাল হোসেন।

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবহতি করে মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভ’মি ) মো: হেলাল উদ্দিন চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভুয়া ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের পাশ করা ডা: এ.এস.ডি ফরহাদ এর রেজিস্ট্রেশন সম্বলিত প্যাড ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী বদরুদ্দৌজাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তার সহযোগী হিসেবে রেফকো কোম্পানীর এরিয়া ম্যানেজারকে ৩ মাসের সাজা প্রদান করেন।

এ ছাড়া আল করিম ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় মালিক দেলোয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।

Exit mobile version