parbattanews

সাঁতার কাটতে গিয়ে কাপ্তাই হ্রদে ২ শিশুর মৃত্যু

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু মারা গেছে। বুধবার (১১নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা শহরের কেরানী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু দু’টির মধ্যে একজনের নাম আদনান নূর (১৪)। সে রাঙামাটি অঞ্চলের প্রধান বন সংরক্ষক সুবেদার ইসলামের বড় ছেলে। আরেকজনের নাম মুশতাহাব (১০। সে একই প্রতিষ্ঠানের কর্মচারী লিয়াকত আলীর ছেলে।

তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু দু’টি তাদের বাংলো থেকে বেড়াতে বের হয়। এরপর তারা সাঁতার কাটার উদ্দেশ্যে বাড়ির সংলগ্ন কেরানী পাহাড় এলাকার কাপ্তাই হ্রদে নামে। সাঁতার না জানার কারণে তারা নদীতে ডুবে যায়। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় স্থানীয়দের সহায়তায় কাপ্তাই হ্রদ থেকে তাদের উদ্ধার করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে বলে ওসি যোগ করেন।

Exit mobile version