সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় পেকুয়া ছাত্রদলের নিন্দা
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :
পেকুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাছান উল্লাহ’র বিরুদ্ধে মিথ্যা গাড়ী ভাংচুর মামলা দায়ের করায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: ইউসুফ রুবেল, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন, অর্থ সম্পাদক শাহনেওয়াজ, আইন বিষয়ক সম্পাদক জাহেদ হাছ্না, পূর্ব জোন সভাপতি মোজাহের, ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কফিল, টইটং ইউনিয়ন সভাপতি এনাম, সম্পাদক ইমরান, রাজাখালী ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির, মগনামা ইউনিয়ন সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক মিজান, উজানটিয়া ইউনিয়ন সভাপতি ওয়াহিদুজ্জামান, সম্পাদক আতিক, শীলখালী ইউনিয়ন রফিক, বারবাকিয়া ছাত্রদল নেজাম, করিম, ছাত্রদল নেতা রুবেল, মামুন, রমেশ, সোয়াইব, সুমন, বাবু, জাহেদ, আরিফ প্রমুখ।
বিবৃতিতে তারা সাংগঠনিক সম্পাদক আহাছ্না উল্লাহ’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। অন্যথায় ছাত্রদলের নেতারা কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন।