parbattanews

‘ সাংবাদিকদের সাথে প্রশাসনের সম্পর্ক ছিল মধুর ‘

রাঙামাটির  বিদায়ী ও পদোন্নতি প্রাপ্ত নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, কাপ্তাই প্রেসক্লাবের সাথে কর্মকালীন আড়াই বছর উপজেলা প্রশাসনের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তিনি প্রেসক্লাবের সকল সদস্যদের সফলতা কামনা করেন।

রাঙামাটির কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কাপ্তাই প্রেস ক্লাব দপ্তরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।

এ সময় বিদায়ী নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, কাপ্তাই তথ্য অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।

বিদায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version