সাংবাদিকদের সাথে সমর্ম্পক উন্নয়নে বিএনপির মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি:
সরকার বিরোধী আন্দোলন, বিএনপির দলীয় বিভিন্ন কর্মসুচী, স্থানীয় মানুষের দু:খ, দুর্দশাসহ সরকারের অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করে খাগড়াছড়ির উন্নয়নে সাংবাদিকেদর ভুমিকা রাখার অনুরোধ জানিয়েছেন বিএনিপর নেতৃবৃন্দ।
খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ,ইলেক্টট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বুধবার দুপুরে খাগড়াছড়ির একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিবিনময়কালে নেতৃবৃন্দ এ আহবান জানান। দায়িত্বপালনে সহযোগিতা,স্থানীয় সাংবাদিকদের সাথে বিএনপির সমর্ম্পক আরো নিবীড় করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের স্বাগত জানান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আমীন শরীফ, কংচারী মাষ্টার, মংসা থৌয়াই চৌধুরী,যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলা বিএনপির পক্ষথেকে এখন থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন চৌধুরী বেলাল। অনুষ্ঠানে চৌধুরী বেলালের সঙ্গে সাংবাদিকের পরিচয় করিয়ে দেয়া হয়। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পরামর্শ চান।
বিএনপির পক্ষথেকে জানানো হয়,বিগত দিনে বিএনপির পক্ষথেকে এলাকার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হলেও বর্তমান সরকারের সময় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। হামলা,মামলা দিয় দলের সভাপতি ওয়াদুদ ভুইয়াকে খাগড়াছড়ি আসতে দেয়া হচ্ছে না।তারা সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং একই সাথে বিগত সরকারে সময়ে সাংবাদিকদের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হোয়ার জন্য দু:খ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনার ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিচত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা কোন পক্ষের নয়,ব্যক্তিগত ভিনমত বা বিশ্বাস থাকলেও দায়িত্বপালনকালে যেন সবাইকে বিএনপির পক্ষ থেকে এক দৃষ্ঠিতে দেখা হয়। কোন ব্যাক্তি বিশেষকে আনুকুল্য বা প্রাধান্য দিতে গিয়ে যেন অতীতের মত ভুল বুঝাবুঝির সৃষ্ঠি না হয়। বিরোধী দলে থাকলে সাংবাদিকদের মুল্যায়ন করা হলেও সরকারী দলে গেলে যেন আচরনে বৈপরীত্ব তৈরী না হয়।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও প্রতিদিন খাগড়াছড়ি সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী,সহ-সভাপতি নুরুল আজম, সাংবাদিক আজিম উল হক, এনটিভির প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নাজিম উদ্দিন, জি টিভির প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার, একুশে টিভির প্রতিনিধি চিংমে প্রু মারমা, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কানন আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।