parbattanews

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে এনে নির্যাতনের প্রতিবাদ ও জেলা প্রশাসক সুলতানা পারভিন, আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সোমবার(১৬ মার্চ) সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আজমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানাববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের জেরে রাগের বসে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাংবাদিককে তুলে এনে নির্যাতন চালিয়েছে। পরে সাজা দিয়ে জেলে পাঠিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন আচরণ গ্রহনযোগ্য নয়।

বক্তারা কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

Exit mobile version