সাগরে এলপিজিবাহী জাহাজে আগুন, ভোর পর্যন্ত জীবিত উদ্ধার ৩১
গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করা একটি এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে কৈয়ারবিল এলাকার পশ্চিমে নোঙর করা “বিএলপিজি সুফিয়া” নামক জাহাজটিতে আগুন লাগে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজে যুক্ত হয়। নৌবাহিনী ও পোর্টের অগ্নিনির্বাপক দলগুলোর সহায়তায় যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
রোববার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাযায়নি।