parbattanews

সাগরে ঝড়ের কবলে ৩ ফিশিং বোট ডুবি: মৃত ১, জীবিত উদ্ধার ১৩, নিখোঁজ ২০

মহেশখালী প্রতিনিধি:

ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে মাছ ধরার তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১০ জুন) ভোর রাত থেকে সকাল ১১টা পর্যন্ত সমুদ্রের শৈবাল, কলাতলী পয়েন্ট, সোনাদিয়া চ্যানেল ও মাঝ সাগরে তিনটি ট্রলার ডুবিতে আব্দুস শুক্কুর (৪০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আহত ১৩ জন মাঝি মাল্লাকে।

এ ঘটনায় আরও ২০ জন জেলে নিঁখোজ রয়েছে বলে ট্রলার মালিকরা জানান।

আহত মাঝি-মাল্লাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আব্দুর শুক্কুর কক্সবাজার সদর উপজেলার চৌফদন্ডী ইউনিয়নের অছিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মুূমূর্ষু অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

এদিকে, ৩নং সর্তক সংকেত থাকার ফলে বর্তমানে সাগর উত্তাল রয়েছে।

Exit mobile version