parbattanews

সাগরে মাঝির সাহসিকতায় বোট ডাকাতির চেষ্টা ব্যর্থ

কুতুবদিয়া প্রতিনিধি:

সাগরে ফিশিং বোট ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে এক মাঝির দরুণ। ডাকাতের বন্দুকের আঘাতে মাঝি আহত হলেও রক্ষা পেয়েছে বোট ও অন্যান্য মাল্লারা।শনিবার রাত আড়াইটার দিকে সোনাদিয়ার পাশে এ ঘটনা  ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জেলেরা জানায়, কুতুবদিয়া তাবালের চর গ্রামের বজল আহমদের মালিকানাধীন এমভি কালা মিয়া নামের একটি ফিশিং বোট ৭ জন মাঝি-মাল্লা নিয়ে  কক্সবাজার থেকে মাছ বিক্রি করে আবার সাগরে মাছ ধরতে যায়। মহেশখালীর অদূরে সোনা দিয়ার পাশে ২০-২৫ জনের একটি জলদস্যু দল তাদের ধাওয়া করে।

এ সময় বন্দুকসহ একজন জলদস্যু ফিশিংবোটে উঠে রশি দিয়ে ডাকাতের বোটের সাথে বাধার চেষ্টা করে। ফিশিং বোটের মাঝি তাবালের চর গ্রামের মো. ইদু’র পুত্র তৈয়ব উল্লাহ(৩০) বাধা দিলে ডাকাত বন্দুক দিয়ে তাকে আঘাত করে। মাঝি তৈয়ব উপায়ান্তর না দেখে ডাকাতকে  ধাক্কা দিয়ে সাগরে ফেলে দিয়ে জাল রেখেই দ্রুত বোট চালিয়ে দেয়। ডাকাতের দল পিছু নিয়ে একাধিক রাউন্ড গুলি বর্ষণ করলেও ততক্ষণে তারা কুলে ফিরে আসে বলে বোটের মালিক বজল  জানিয়েছে।

শনিবার সকালে আহত মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলেও জানায়।

Exit mobile version