parbattanews

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি:

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, গত দুই দিন ধরে টানা বর্ষণে সাগর উত্তাল রয়েছে। একারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো নৌচলাচল করতে পারছে না।

সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজনের বাড়িতে ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নিয়েছে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, টানা বর্ষণের কারণে সাগর উত্তাল রয়েছে, তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরের অবস্থা স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এরুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর কিছুটা শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

Exit mobile version