parbattanews

সাজেকর দূর্গম সিয়াদাহলুইতে বিজিবি’র চিকিৎসা সেবা ও শীতার্তদের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে বিজিবি'র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম সিয়াদাহলুইতে হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন বাঘাইহাট ৫৪ বিজিবি কর্তৃপক্ষ।

সোমবার (২৩ জানুয়ারি ) সকাল ৯টায় সিয়ালদাহ পাড়াতে মেডিকেল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় এবং মেডিকেল ক্যাম্পেইন’র সময় মুমূর্ষ রোগীর বাড়িতে গিয়েও চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবু সাঈদ।

মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট ৫৪ বিজিবি’র মেডিকেল টিমের আরএমও ক্যাপ্টেন কাজী আবু সাঈদ এর নেতৃত্বে মেডিকেল টিমের সদস্যরা।

এ সময় মেডিকেল ক্যাম্পেইনের পরে শীতার্তদের মাঝে বিজিবি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

Exit mobile version