সাজেকের প্রধান সড়কে পাহাড় ধস, রাস্তা পরিষ্কার করেছে সেনাবাহিনী
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় ধসে বাঘাইহাটের সাথে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক সড়কের ডাব-আদম এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পরে।
এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে এ পথে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে, পাহাড় ধসের খবর পেয়েই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
রাস্তা পরিষ্কারের কাজে আরো সহযোগিতা করেন সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথোয়াই অং চৌধুরি জয় এর নেতৃত্বে বিভিন্ন রিসোর্টের ম্যানেজার, স্টাফ এবং স্থানীয় জনগণ।
মেজর তালুকদার অনন্ত ইবনে আলম, ক্যাম্প কমান্ডার, মাসালং আর্মি ক্যাম্প পুরো কাজ তদারকি করেছেন। পরবর্তীতে বিকাল ৫টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।