সাজেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মীকে অপহরণ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গঙ্গারাম দুলুছড়ি এলাকায় নিজ বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মী রবিন চাকমা (৪০) ওরফে গুরোয়েকে তুলে নিয়ে গেছে পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেএসএস সন্তু লারমা দলের সশস্ত্র সন্ত্রাসীরা।
ইউপিডিএফ সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টায় জেএসএস সন্তু দলের ক্যাডার চিনু মারমার নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল রবিন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি। রবিন চাকমা ওরফে গুরেয়া বিগত পাঁচ বছর আগে ইউপিডিএফের রাজনৈতিক দলের সাথে কাজ করতো। দীর্ঘদিন থেকে দলের বাহিরে থেকে সামান্য ব্যবসা বাণিজ্য করে চলছিলো কিন্তু গত রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করছে।
জেএসএস সন্তু দলের বাঘাইছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দিপবাবু এই অভিযোগ অস্বীকার করে বলেন, সাজেকে আমাদের সাংগঠনিক কার্জক্রম নেই। এই অপহরণের সাথে জেএসএস সন্তু জড়িত নয়।
এদিকে ঘটনার প্রায় প্রায় ২৪ ঘন্টা সময় পার হলেও রবিন চাকমার এখনো কোন সন্ধান না মেলায় উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশের পক্ষ থেকে সাজেকসহ মাচালং এলাকায় নজরধারী বৃদ্ধি করা হয়েছে।