parbattanews

সাজেকে আবারও সড়ক দুর্ঘটনা : নিহত ১, গুরুতর আহত ১৩

 

sjk.19.2 (3)

সাজেক প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উজেলার সাজেক থেকে ফেরার পথে আবারও দুর্ঘটনার কবলে পড়ে ১ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত আপ্রু মারমা (২৩) ছিলেন পর্যটকবাহী গাড়িটির চালক। নিহত-আহত সবাই খাগড়াছড়িরর বাসিন্দা।

সাজেকের মাচালংয়ের চম্পাতলী নামক এলাকায় শুক্রবার বিকাল ৪.৪৫টার দিকে পর্যটকবাহী গাড়িটি দুর্ঘটার শিকার হয় । খবর পেয়ে সেবাহিনী দ্রুত নিহত ও আহতদের উদ্ধার করে, আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ের চম্পাতলী নামক এলাকায় ঢালু রাস্তা দিয়ে নামার সময় চালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জিপ গাড়িটি রাস্তার পাশের উঁচু ঢ্রেনের গায়ে আঘাত করে উল্টে যায়। এতে চালক আপ্রু মারমা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় গাড়িতে থাকা ১৩ জন পর্যটকের সবাই গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

গাড়ি চালক নিহত আপ্রু মারমা (২৩)

দুর্ঘটনার শিকার গাড়িটির নম্বর ‘রাঙ্গামাটি ব-১৫৮১’ , চালক আপ্রু মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার হেডম্যান পাড়ার অনিশি মারমার ছেলে।  আহতদের মধ্যে ৭ জন বাঙালি এবং অপর ৬ জন উপজাতীয়, এদের সবাই খাগড়াছড়ি থেকে সকালে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।

এই নিয়ে পর পর দ্বিতীয় দিনের মতো দুর্ঘটার শিকার হলো সাজেকের পর্যটকবাহী গাড়ি।গতকাল সাজেকের শিজকছড়া পানির পয়েন্ট নামক স্থানে এক পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় ১ শিশু নিহত হয়েছে। এ সময় মাইক্রোবাসটি রাস্তা থেকে ৭০ফুট নিচে খাদে পড়ে গেলে ১১ জন মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ছায়া রাণী(৮)।

 

Exit mobile version