parbattanews

সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক কার্বারিকে অপহরণের অভিযোগ!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হঘড়া কিজিং নামক এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক গ্রাম কার্বারিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অপহৃত ব্যক্তির নাম রিটেন চাকমা(৪২), পিতা-প্রভাত চন্দ্র চাকমা, গ্রাম- হঘড়া কিজিং, ৭নং ওয়ার্ড, সাজেক ইউনিয়ন। তিনি ওই গ্রামের কার্বারি বলে জানা গেছে।

স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সন্তু গ্রুপের ২৮ জনের একটি সশস্ত্র দল হঘড়া কিজিং গ্রামে এসে নিজ বাড়ি থেকে রিটেন চাকমাকে গামছা দিয়ে চোখ বেঁধে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তাকে কেন অপহরণ করা হয়েছে এবং কোথায় নিয়ে গেছে সে বিষয়ে কোন কিছুই জানেন না বলে জানিয়েছেন স্থানীয় ও পরিবারের লোকজন। তবে রিটেন চাকমা কোন দলের সাথে যুক্ত নয় বলে তারা নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়নি। তার কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version