সাজেকে নারী পর্যটককে অপহরণ চেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় মার্লিনা রেমা নামে এক গারো নারী পর্যটককে অপহরণ চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য।

জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ আগস্ট ) ঢাকা থেকে আসা ৭ বাঙালি মুসলিম বন্ধুর সাথে মার্লিনা রেমা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ৬ জন দুর্বৃত্তকারী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে টেনে হিচড়ে মার্লিনা রেমাকে নামিয়ে নিয়ে যাওযার চেষ্টা করে।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী টহল দলের উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আটক করে।

আটকের খবর পেয়ে প্রায় শতাধিক স্থানীয়রা গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায়। একইসাথে উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে।

এসময় গ্রামবাসী অপহরণে বাধাপ্রদানকারী আরও ৪ জন পর্যটককে মারধর করে। উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও অপহরণ চেষ্টার শিকার পর্যটককে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হন সেনা সদস্যরা।

পরে আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অপহরণ চেষ্টার শিকার মার্লিনা রেমাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সেখান থেকে ওই পর্যটককে তার পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের সময় মার্লিনা রেমাকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। পরে তাকে সাজেক থানায় হস্তান্তর করে। পুলিশ আইনি প্রক্রিয়ায় মার্লিনা রেমাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, পর্যটক, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন