parbattanews

সাজেকে নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ২শতাধিক কম্বল বিতরণ

kk-copy

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার পূর্ব সীমান্তবর্তী এলাকা সাজেকে হতদরিদ্র ও নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর পৌষের কনকনে শীত নিবারনের  জন্য বংলাদেশ নিরাপত্তাহিনীর পক্ষ থেকে ২শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় বাঘাইহাটে সাজেক ইউপি কার্যালয়ে নিরাপত্তাবাহিনীর বাঘাইহাট জোন ৪ইস্ট বেঙ্গল’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। এসময় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাঘাইহাট জোনের  উপ-অধিনায়ক মেজর মামুন, আরও উপস্থিত ছিলেন ক্যাপটেন আকরাম, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা.নাজিম সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

এসময় কম্বল নিতে আসা বিষু চাকমা বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষের শীতবস্ত্র নেই নিরাপত্তাবাহিনী আমাদেরকে কম্বল দিয়ে  অনেক উপকার করেছে আমাদের আত্মা তাদের জন্য দোয়া করবে।

Exit mobile version