parbattanews

সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা

bght

স্টাফ রিপোর্টার:

সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সাজেকে মাচালঙের আট নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাজেক থেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি মাচালঙের ৮ নম্বর এলাকায় পৌঁছালে রাস্তার দুইপাশ থেকে ওঁত পেতে থাকা উপজাতীয় সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়ির সকল মালামালও এসময় তারা ছিনতাই করে। এরপর সকল পর্যটককে নামিয়ে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় গাড়ীটির কোনো নম্বর জানা যায়নি।  বুধবার ওই পর্যটক পরিবার সাজেকে অবকাশ যাপনের জন্য গিয়েছিল।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে মাচালং সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িতে থাকা সবাই নিরাপদ রয়েছেন। ওসি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছেন। তদন্তসহ দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আগামী ১ জানুয়ারী থেকে জেএসএস ঘোষিত অসহযোগ অন্দোলনের অংশ হিসাবে সাজেকে সকল প্রকার পর্যটক যাওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছিল স্থানীয় উপজাতীয় সন্ত্রাসীরা। এ ঘটনা তারই অংশ হতে পারে সন্দেহ করছেন তারা।

Exit mobile version