সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৬ পরিবাকে খাদ্য সহায়তা বিতরণ    

fec-image

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮টি গ্রাম থেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে স্টার্ট ফান্ড বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এই সহায়তা প্রদান করে। ক্ষতিগ্রস্ত জুমচাষীদের মাঝে বিতরণ করা খাদ্য প্যাকেজে ছিল, চাউল ৬০ কেজি, ডাল ১ কেজি, লবণ ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার এবং শুঁটকি (সিদোল) ৫০০ গ্রাম।

‎এই সহায়তা প্রদান করা হচ্ছে Alert B0-67 প্রকল্পের আওতায়, যার মেয়াদ ৪৫ দিন। প্রকল্পের মাধ্যমে মোট ৪৬৬ পরিবারের জন্য দুই মাসের এবং আরও ১৪০ পরিবারের জন্য এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে জাবারাং কল্যাণ সমিতি।

‎বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মন্টু কুমার ত্রিপুরা।

‎খাদ্য সামগ্রী গ্রহণের পর পুরাতন থাংনাং পাড়ার বাসিন্দা শাসন ত্রিপুরা ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য স্টার্ট ফান্ড, কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্রকল্পে নির্বাচিত ২৮টি পাড়ার বাইরেও আরও ২৫টির বেশি পাড়ায় অনেক জুমচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্যও সহায়তার ব্যবস্থা করা জরুরি।”

‎বিতরণের শুরুতে জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর ও প্রকল্পের ফোকাল পারসন বিনোদন ত্রিপুরা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। তিনি গত মাসে বিতরণকৃত প্যাকেজের মান ও স্বাস্থ্যবিধি চর্চা সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত নেন।

‎অনেক অংশগ্রহণকারী জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পানীয় জলের সংকট বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তারা এ সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাদ্য সহায়তা, বাঘাইছড়ি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন