parbattanews

সাজেকে ব্যাগ গার্ডেনিং উপলক্ষে আলোচনা সভা, বীজ ও চারা বিতরণ

সাজেক প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৩৬নং সাজেক ইউপি’র উদ্যোগে এলজিএসপি’র অর্থায়নে ব্যাগ গার্ডেনিং উপলক্ষে আলোচনা সভা, বীজ ও চারা বিতরণ করা হয়।
বুধবার (২৬সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাচালং নিম্ন মাধ্যমিক বিদ্যলয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে  সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেনশন চাকমার সভাপতিত্বে সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের মেজর আবুল বাশার (পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা প্রমুখ।
উক্ত আলোচনা শেষে দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর, বিনামূল্যে ফলজ  চারা বিতরণ ও  ব্যাগ গার্ডেনিং এর চারা ও বীজ বিতরণ করা হয়।
Exit mobile version