সাজেকে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত


বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় পর্যটকবাহী শান্তি পরিবহনের বাস ও মাহিন্দ্রা গাড়ী মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা ড্রাইভারসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমেন চাকমা জানান সাজেক গামী পর্যটক বোঝাই মাহিন্দ্রা ও চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের বাস সাজেক সড়কের কিয়াংঘাটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহিন্দ্রা গাড়ীটি দুমড়েমুচড়ে যায় ফলে ড্রাইভার সহ ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছেন।
পরে স্থানীয় পাহাড়ি ও শান্তি পরিবহনের যাত্রীরা তাদের উদ্ধার করে সেনাবাহিনী সহায়তায় দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সাজেক থানার পুলিশ পরিদর্শক কানক সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেন নি।