parbattanews

সাজেকে ৭‘শ পরিবারের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে নোবেল করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের ৭শত পরিবারের মাঝে হিল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অফ বাাংলাদেশ’র পক্ষ থেকে ৬শত পরিবার ও ঢাকা থেকে সামাজিক বক্তিত্ব ফাতেহা পুলিন এর পক্ষ থেকে ১শত পরিবারেরমাঝে ত্রাণ বিতরণ করা হয় ।

শনিবার(১৮ এপ্রিল) সকালে সাজেক ইউপি’র মাধ্যমে মাচালং বাজার ও সাজেকের বিভিন্ন গ্রামের ৭শত পাহাড়ি বাঙ্গালি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রতি পরিবারকে ১০কেজি করে চাউল প্রদান করা হয় ৬শত পরিবারকে ও ১শত পরিবারের মাঝে বিতরণ করা হয় চাউল ৯কেজি, তেল ডাল ৫০০গ্রাম, সাবান ১টি, আলু ২কেজি।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, বাজার কমিটি সভাপতি নাজিম উদ্দিন স্থথানীয় ইউপি সদস্য দয়াধন চাকমা প্রমুখ।

Exit mobile version