সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬ দিন কটেজ বন্ধ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। সব কটেজ পর্যটকদের জন্য ১৫ মে থেকে যথারীতি খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত দশটার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দুপুরে সাজেকে জেলা প্রসাশনের উদ্যোগে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
ঘটনাপ্রবাহ: ৬, বন্ধ, রাষ্ট্রপতি
Facebook Comment