মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা

সাধারণ বমদের মুক্তির বিষয়ে আইনী কোন জটিলতা আছে কিনা খতিয়ে দেখা হবে

fec-image

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে সাধারণ বমদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তির বিষয়ে কোন আইনী জটিলতা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের কার্যক্রমসহ চাদাবাজি বন্ধ করে হবে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউসের এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

তিনি বলেন, অর্ন্তবর্তীনকালীন সরকারে রুপরেখা অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে। চাইলেও সদস্য সংখ্যা বাড়তে পারবো না, কমাতে পারবে না। তবে সদস্যদের মধ্যে শিক্ষার্থীদের রাখা গেলে ভালো হবে।

পার্বত্য উপদেষ্টা বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সমতলের চেয়ে অনেক পিছিয়ে। যার কারণে এ অঞ্চলের ছেলে-মেয়েরা কোথাও কোন প্রতিযোগিতায় গিয়ে ঠিকতে পারছেনা। তাই যোগ্যতা সম্পন্ন শিক্ষা, জীবিকার উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা হবে। তাছাড়া বান্দরবান পার্বত্য জেলা সারাদেশে পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা হবে। পার্বত্য এলাকার জনগণের মঙ্গলের জন্য যা যা করা দরকার আমরা তাই করে যাবো।

এর আগে বান্দরবানের বিভিন্ন দপ্তরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন