parbattanews

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে রেফারির দায়িত্ব পেয়েছেন কুতুবদিয়ার নাছির

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে রেফারির দায়িত্ব পেয়েছেন কুতুবদিয়ার নাছির। গত ২৫ জুলাই থেকে চলমান ভারতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়নশিপ ২০২২-এ তিনি এ দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, তিনি এএফসি’র প্রতিনিধি হিসেবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আগামী ৫ আগস্ট পর্যন্ত তিনি খেলা পরিচালনা করবেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনীত জাতীয় রেফারি তিনি। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে ভুবেনেশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে।

কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, ‘চট্টগ্রাম জেলা রেফারিজ ফুটবল এসোসিয়েশনের জাতীয় রেফারি মো. নাছির উদ্দিন এএফসি’র মনোনীত রেফারি হিসেবে সাফ-অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী ৫ আগস্ট পর্যন্ত খেলা পরিচালনা করবেন। কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দিন দেশের হয়ে সাফ-অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ রেফারির দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় বাফুফেসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

Exit mobile version