সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

fec-image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে যেটা (সাবেক সিইসি নূরুল হুদার) হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে।

স্বরাষ্ট উপদেষ্টা সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখব, কারা জড়িত।

এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
কৃষি জমি দখলের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা একটি আইন করতে যাচ্ছি। এটি ‘কৃষি সুরক্ষা’ আইন যাতে কৃষি জমি দখল না হয়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে।

তাই সবাইকে সচেতন করবেন, যাতে দেশি ফলে গাছ সবাই বেশি করে লাগায়।
গাজীপুরের ডাকাতির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জননিরাপত্তা কথা বিবেচনা করে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক্টিভিটি বাড়ানো হবে।

এ সময়ে উপদেষ্টার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ও মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সেলিম ও কালিয়াকৈর কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন