সাভারে ভবন ধ্বসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় কক্সবাজারে মাহফিল
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
সাভারে রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে কক্সবাজারে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের কলাতলী চন্দ্রিমা আবাসিক এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, সাতকানিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুনিরুল ইসলাম জিহাদী। স্থানীয় হাসান আলী ফকির মেম্বারের সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে রাজাখালি ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক ও কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষক মাওলানা মোতাহেরুল ইসলাম তাহেরী তাফসীর পেশ করেন।
ওয়াজ মাহফিল শেষে সাভার ট্রাজেডিতে নিহত শ্রমিকদের মাগফেরাত কামনা অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে স্থানীয় নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।