সাভার হত্যাকাণ্ডে ২ মে সারাদেশে বামদের সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক নিউজ
সাভারে ভবন ধসে পোশাক শিল্প শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বাম মোর্চার অফিসে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সিপিবি ও বাসদের পক্ষ থেকে এই হরতালের ঘোষণা দেয়া হয়।

সাভারে রানা প্লাজা ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ীদের গ্রেফতার ছাড়াও স্পেকট্রাম গার্মেন্টসে ভবন ধস, তাজরীন ফ্যাশনে অগ্নিকা-ের জন্য দায়ী গার্মেন্টস মালিক, ভবন মালিক ও দায়িত্বে অবহেলাকারী সরকারি কর্মকর্তাদের গ্রেফতার, নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান, কর্মক্ষেত্রে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ট্রেড ইউনিয়ন করার অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন ও ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন