সাভার হত্যাকান্ডের প্রতিবাদে ২ মে হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট
ডেস্ক নিউজ
সাভার হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ২ মে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার রাতে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, সাভারে ভবন ধসে বিপুল সংখ্যক প্রাণহানিতে ৩০ এপ্রিল শোক মিছিল করবে ১৮ দল। মিছিলে কালো ব্যাজ ধারণ করা হবে এবং দেশব্যাপী কালো পতাকা উড়ানোর আহ্বান জানানো হবে।
মওদুদ বলেন, আগামী ৪ মে রাজধানীতে মহাসমাবেশ করবে ১৮ দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। ওই সমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণা করবেন জোট নেত্রী খালেদা জিয়া। শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চাওয়া হবে। অনুমতি না দিলে কাকরাইলে সমাবেশ করা হবে।
এর আগে রাত নয়টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়।
বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আব্দুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
এর পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত ১০টা ৫০ মিনিটে ১৮ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। চলে রাত ১১টা ৩৫ মিনিট পর্যন্ত।